Joy Jugantor | online newspaper

করোনাভাইরাসে খুলনায় আরও ৩২ মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৯, ৩ জুলাই ২০২১

করোনাভাইরাসে খুলনায় আরও ৩২ মৃত্যু

ফাইল ছবি

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ফের বেড়েছে মৃতের সংখ্যা। তবে কমেছে আক্রান্তের সংখ্যা। 

বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এর আগে শুক্রবার বিভাগে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৯ হাজার ২৬০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১৬৮ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।