Joy Jugantor | online newspaper

ষড়যন্ত্র করে জামায়াতের গণজোয়ার থামানো যাবে না -অধ্যক্ষ শাহাবুদ্দিন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:০৪, ৩০ জানুয়ারি ২০২৬

ষড়যন্ত্র করে জামায়াতের গণজোয়ার থামানো যাবে না -অধ্যক্ষ শাহাবুদ্দিন

ষড়যন্ত্র করে জামায়াতের গণজোয়ার থামানো যাবে না -অধ্যক্ষ শাহাবুদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বগুড়া-১ আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন,গভীর ষড়যন্ত্র করেও জামায়াতের গণজোয়ার ঠেকানো যাবে না, ইনশাআল্লাহ। তিনি অভিযোগ করে বলেন, সারা দেশে একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে জামায়াতকে দমনে নেমেছে। নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, দলীয় অফিস ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এমন পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনমনে স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়েছে।তিনি আরও বলেন, বিগত সরকার ঠান্ডা মাথায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করেছে এবং চব্বিশের গণঅভ্যুত্থানে নিরপরাধ ছাত্রদের শহীদ করা হয়েছে।

এসব ঘটনার বিচার এবং দেশে ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।শুক্রবার বিকাল তিনটায় সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বালুয়াহাট হাফেজিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ শাহাবুদ্দিন এসব কথা বলেন।বালুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদ সদস্য ও মানবসম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান।

 সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল, বগুড়া মহানগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া, বগুড়া-১ সংসদীয় আসন কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, প্রবীণ জামায়াত নেতা মফিজ উদ্দিন এবং যুব জামায়াত নেতা হাবিবুর রহমান ও শাফি।পথসভা শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।