Joy Jugantor | online newspaper

গাজীপুর সিটি নির্বাচন: ১২৩ কেন্দ্রে জায়েদা ৬৩৮৭৯, আজমত ৫২৯৯২

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৪:১৪, ২৬ মে ২০২৩

গাজীপুর সিটি নির্বাচন: ১২৩ কেন্দ্রে জায়েদা ৬৩৮৭৯, আজমত ৫২৯৯২

সংগৃহীত ছবি।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন এগিয়ে রয়েছেন। ৪৮০টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১২৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে।

এসব কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন পেয়েছেন ৬৩ হাজার ৮৭৯ ভোট।

অপরদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আজমত উল্লা খান ৫২ হাজার ৯৯২ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকে রয়েছেন।

 

রাত সাড়ে ৮টার দিকে প্রাথমিক বেসরকারি ফলাফলে এতথ্য পাওয়া গেছে।

গাজীপুর সিটি করপোরেশন নিবাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ধীরগতি ও জটিলতা ছিল বলে অভিযোগ করেছেন ভোটাররা। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সকালের দিকে শহরের কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় থাকলেও দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের উপস্থিতি বেশি ছিল। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে মেয়র পদে আটজন ও কাউন্সিলর পদে ২৪৮ জন এবং নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ ও পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী। ১৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার।