Joy Jugantor | online newspaper

স্ত্রীসহ করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৪, ২০ জানুয়ারি ২০২২

স্ত্রীসহ করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

স্ত্রীসহ করোনামুক্ত হলেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার ৯ দিনের মধ্যে তারা সুস্থ হয়ে উঠেছেন। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা এবং বাসার অন্য সদস্যরা করোনা পজেটিভ হয়েছিলেন।আক্রান্ত হওয়ার ৯ দিনের মধ্যে তাদের ফলাফল নেগেটিভ আসে।

তাদের কন্যা মির্জা সাফারুহ জানান, গতকাল করোনার নমুনা পরীক্ষা করা হয়। আজকে দুপুরে রিপোর্ট হাতে পেয়েছি। তাতে রিপোর্ট নেগেটিভ আসে।

এর আগে গত মঙ্গলবার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তখন থেকেই তারা নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। সবাই বাসায় থেকেই চিকিৎসা নেন।

Add