Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে জাতীয় সংসদ নির্বাচনের

নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ১৩ জানুয়ারি ২০২৬

নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

সারিয়াকান্দিতে জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বগুড়া সারিয়াকান্দিতে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দি স্ট্রাইকিং টুয়েলভ ১১১ পদাতিক ব্রিগেড সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের আয়োজনে সভাটি গতকাল মঙ্গলবার সকালে ক্যাম্পের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলার সারিয়াকান্দি, দুপচাঁচিয়া, গাবতলি, আদমদিঘী, কাহালু এবং সোনাতলা উপজেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সকল উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ এবং সকল উপজেলার আনছার ভিডিপির কমান্ডারের সমন্বয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১১১ পদাতিক ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাওলা সাগর, পি এস সি।

সভায় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি আর্মি ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট মোহাম্মদ সাব্বির হোসেন, সোনাতলা ক্যাম্প ইনচার্জ  মেজর মোহাম্মদ আতিকুল ইসলাম শুভ, দুপচাঁচিয়া ক্যাম্প ইনচার্জ মেজর মুশফিক উস সালেহীন, আদমদিঘী ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সালাহউদ্দিন ভুঁইয়া, কাহালু ক্যাম্প ইনচার্জ  ক্যাপ্টেন মোঃ সাদিকুর রহমান, গাবতলি ক্যাম্প ইনচার্জ তানভীর আরাফাত স্বপ্নীল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, গাবতলি থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান।

 আদমদিঘী থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, কাহালু থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রমুখ। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা বিষয়ক বিশদ আলোচনা হয়। এছাড়া উপজেলাগুলোকে মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত, নিয়মিত টহল বৃদ্ধি এবং উপজেলার সকল প্রকার অনিয়ম দূর করে একটি সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরি করতে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।