রবীন্দ্র কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা
সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১১ জুন) সকালে কাছারি বাড়ির মূল ফটকে এই নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।কর্তৃপক্ষের বরাত দিয়ে নোটিশে লেখা হয়েছে, ‘এতদ্বারা সকল দর্শনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত রবীন্দ্র কাছারি বাড়ি, শাহজাদপুর অনির্দিষ্টকালের জন্য সকলের পরিদর্শনের জন্য বন্ধ থাকবে। দর্শনার্থীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
এরআগে, মঙ্গলবার দুপুরে হামলা ও ভাঙচুর হওয়ার পরপরই কাছারি বাড়িতে তালা লাগিয়ে কর্মচারী–কর্মকর্তারা নিরাপদ স্থানে চলে যায়।পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৮ জুন বিকেলে এক দর্শনার্থীর সঙ্গে কাছারি বাড়ির কর্মচারীর হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে কাস্টোডিয়ানসহ কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহজাদপুরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। ওই মিছিল থেকেই কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এদিকে, এই ঘটনার পরপরই কাছারি বাড়ি পরিদর্শন করে সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল।এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী জানান, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
