Joy Jugantor | online newspaper

সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে কঠোর হলো বিসিবি 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ৩১ জানুয়ারি ২০২৬

সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে কঠোর হলো বিসিবি 

সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশে কঠোর হলো বিসিবি 

দর্শকদের মাঝে খেলার তথ্য তুলে ধরতে বড় ভূমিকা পালন করেন ক্রীড়া সাংবাদিকরা। ক্রিকেটের খবরের আশায় সাংবাদিকদের বেশিরভাগ সময় কাটে মিরপুর স্টেডিয়ামে। তবে এবার নিরাপত্তা শঙ্কায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বিসিবি। শনিবার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। যেখানে নিরাপত্তা শঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া সীমিত করা হয়েছে গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ। এখন থেকেই এই নতুন নির্দেশনা কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণমাধ্যমকর্মীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে কেবল ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণমূলক অনুষ্ঠান, বিসিবির আগে থেকে জানানো কোনো ট্রেনিং সেশন বা প্র্যাকটিস সেশন- কেবল এসব কাভার করতেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। ৎএখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই আর স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। স্টেডিয়াম ও বিসিবির অফিসে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সবার সহযোগিতাও চাওয়া হয়েছে।