Joy Jugantor | online newspaper

সোনাতলায় জামায়াত কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ২৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:১২, ২৯ জানুয়ারি ২০২৬

সোনাতলায় জামায়াত কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সোনাতলায় জামায়াত কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বগুড়ার সোনাতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শহর শাখার আইন বিষয়ক সম্পাদক ও বগুড়া-১ আসনের নির্বাচনী প্রধান এজেন্ট অ্যাডভোকেট মোঃ শাহীন মিয়া।

তিনি বলেন, জামায়াতে ইসলামী কর্মী আব্দুল্লাহ আল শাফীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির পাশাপাশি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্টের অপচেষ্টা। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে বগুড়া-১ আসনে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির ঘটনা বেড়ে চলেছে।

এ সময় বগুড়া-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং নির্বাচনী এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বগুড়া-১ নির্বাচনী আসনের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আরিফুল ইসলাম, সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ ফজলুল করিম, পৌর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট জাহিদ হোসেন এবং নির্বাচনী সদস্য সচিব এ. এস. এম. জাহিদুল হকসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সংবাদ সম্মেলন থেকে দলীয় নেতারা এ ধরনের সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।