Joy Jugantor | online newspaper

জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে — অধ্যক্ষ শাহাবুদ্দিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৪, ২৯ জানুয়ারি ২০২৬

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে — অধ্যক্ষ শাহাবুদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতা অনুযায়ী বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে — অধ্যক্ষ শাহাবুদ্দি

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া-১ আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সারিয়াকান্দি–সোনাতলা অঞ্চলের শিক্ষিত বেকার যুবকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে কিছু রাজনৈতিক দলের প্রার্থীরা জনগণকে মিথ্যা ও অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ ধরনের চেতনার বড়ি এখন আর দেশের মানুষ গ্রহণ করবে না। জনগণ সত্য ও ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, যারা নিজেরাই ব্যাংকের ঋণ পরিশোধে ব্যর্থ, তারা নির্বাচিত হলে জনগণের আমানত ও অধিকার কীভাবে রক্ষা করবে, তা জনগণের ভেবে দেখা উচিত।

জামায়াতে ইসলামী জনগণের আস্থা ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বদ্ধপরিকর।বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর ইউনিয়নের উদ্যোগে হরিখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মধুপুর ইউনিয়ন জামায়াতের আমীর ডা. শাহ আলমের সভাপতিত্বে এবং জামায়াত নেতা আব্দুল মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের মানবসম্পদ বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, বগুড়া মহানগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম, বগুড়া-১ সংসদীয় আসনে সোনাতলা পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শহিদুল ইসলাম এবং মধুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুর রহমান।পথসভা শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।