ধনুটে পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টায়,থানায় অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার গোপাপনগর ইউনিয়নের গজিয়াবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।এবিষয়ে ভুক্তভোগী আব্দুল করিমের ছেলে বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের জের ধরে গত ইং ২৫/০১/২০২৬ তারিখ রাত অনুমান ০৮.১৫ ঘটিকার সময় বিবাদী ১। মোঃ আবু হাসেম (৪৫), পিতা-মোঃ আজাহার আলী, সাং-গজিয়াবাড়ী, ইউনিয়ন-গোপালনগর, থানা-ধুনট, জেলা-বগুড়া' পূর্ব পরিকল্পিত ভাবে হাতে লোহার রড হাতে নিয়ে ধুনট থানাধীন গজিয়াবাড়ী গ্রামস্থ সরকারি পাকা রাস্তার উপর অবস্থান করে একই সময় বাদির পিতা মোঃ আব্দুল করিম (৫৭), কে একা পেয়ে অকথ্য'অশ্লীল ভাষায় গালি গালাজ করে।
তখন তার পিতা আব্দুল করিম উক্ত গালি গালাজের মৌখিক প্রতিবাদ করলে বিবাদী আবু হাসেম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথার উপর বরাবর স্বজোরে আঘাত করে গুরুতর মাথা ফাটা রক্তাক্ত জখম করে এবং তার পিতার বাম পায়ে হাটুর নিচে পরপর আঘাত করে গুরুতর হাড় ফাটা কালোশিরা বেদনাদায়ক জখম করে । সাক্ষীদ্বয় ও স্থানীয় লোকজন তার পিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভ্যান যোগে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার পিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছে।এবিষয়ে ধুনট থানার এস আই সিরাজুল ইসলাম বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
