Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে সেনাবাহিনীর অভিযান: জার্মান অস্ত্রসহ যুবক আটক

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২৩:৪৪, ২৭ জানুয়ারি ২০২৬

শাজাহানপুরে সেনাবাহিনীর অভিযান: জার্মান অস্ত্রসহ যুবক আটক

শাজাহানপুরে সেনাবাহিনীর অভিযান: জার্মান অস্ত্রসহ যুবক আটক

গুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার আনুমানিক রাত ৯টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বয়রা দীঘি গ্রামের বাসিন্দা আহাদ আলীর ছেলে সাজ্জাদকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, আটক সাজ্জাদ একজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।অভিযানকালে তার কাছ থেকে একটি জার্মান তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও অস্ত্র ও তার সহযোগীদের সন্ধানে এলাকায় সেনাবাহিনীর তল্লাশি ও অভিযান এখনো চলছে । পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।