Joy Jugantor | online newspaper

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারকে শোকজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১৮, ২৯ জানুয়ারি ২০২৬

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারকে শোকজ

জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহারকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ওরফে শিখাকে (ঘোড়া প্রতীক) কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গাড়িবহর নিয়ে রাস্তায় শোডাউন করার অভিযোগে এ নোটিশ দেওয়া হয়।বুধবার (২৮ জানুয়ারি) জয়পুরহাট-১ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং জয়পুরহাট প্রথম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ জান্নাতুল রাফিন সুলতানা ওই নোটিশ দেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নোটিশে বলা হয়েছে, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার গাড়িবহর নিয়ে রাস্তায় শোডাউন করেছেন।

ভিডিওটি গত ২২ জানুয়ারি ‘নির্বাচনি আচরণবিধির তোয়াক্কা না করে জয়পুরহাটের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার শোডাউন’ শিরোনামে জয়পুরহাট নিউজ হাব নামক একটি ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৯(ক) এর লঙ্ঘন।নোটিশে আরও উল্লেখ করা হয়, উপযুক্ত কারণে কেন আপনার বিরুদ্ধে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৯(ক) লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না কিংবা অপরাধ আমলে গ্রহণপূর্বক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে জানতে স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। এমনকি ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি।