Joy Jugantor | online newspaper

গোবিন্দগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪২, ২৯ জানুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

গোবিন্দগঞ্জে মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে ১৫ জন যাত্রী আহতহয়েছে।জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তরা ফ্লাওয়ার মিলের সামনে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) নামে একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ওই বাসে থাকা যাত্রীরা বাসের মধ্যে আটকা পড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পর পর গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে থাকা আহত অবস্থায় ১৫যাত্রীকে সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েযান।গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাসুদ রানা জানান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো অথবা ড্রাইভারের ঘুম ঘুম ভাবের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে।দুর্ঘটনায় ১৫জন আহতের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজা;ফর হোসেন বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-রংপুর মহাসড়কে অল্প সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হলেও উদ্ধার কাজ শেষে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়।