Joy Jugantor | online newspaper

বাস জামায়াত আমিরের জন্য নয়, ব্যবহার হবে প্রচারণার জন্য

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৮, ২৯ জানুয়ারি ২০২৬

বাস জামায়াত আমিরের জন্য নয়, ব্যবহার হবে প্রচারণার জন্য

বাস জামায়াত আমিরের জন্য নয়, ব্যবহার হবে প্রচারণার জন্য

রাজধানীতে মাল্টিমিডিয়া বাসের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনী বাসের উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাসটির উদ্বোধন করা হয়। এ সময় জামায়াত আমির বলেন, শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বজায় রেখে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।উদ্বোধনের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়।

পরে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাস ক্যাম্পেইন টিমের সংগঠক আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা প্রচারণার জন্য বাসটি ব্যবহার করবো, এটি জামায়াত আমিরের চলাচলের জন্য নয়।তিনি আজ আনুষ্ঠানিকভাবে প্রচারণার জন্য উদ্বোধন করেছেন। আমরা এ বাসের প্ল্যান করেছি নভেম্বর মাসে, আমাদের নির্বাচনি ব্র্যান্ডিং কালারের আলোকে। কপি করার কোনো কিছু নেই, নির্বাচনের শুরু থেকে আমরা এ ব্রান্ডিং কালার ব্যবহার করছি। আমরা কপি করিনি বরং আমাদের নির্বাচনি ব্র্যান্ডিং কালার কপি করা হয়েছে।