নাটোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৪১ বন্দী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন। ইতিমধ্য সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে।জেলা কারাগার সূত্রে জানা গেছে, নাটোর জেলা কারাগারে বর্তমানে ৩৩ জন মহিলা বন্দীসহ ৭৫২ জন বন্দী রয়েছে। যার মধ্য ৪১ জন বন্দী পোস্টাল ব্যালেটর মাধ্যমে ভোট প্রয়োগ করবেন। যার মধ্য ১৭ জন হাজতি ও ২৪ জন কয়েদী। মহিলা হাজতি দুইজন এবং ১ জন কয়েদী।
কারাগারে বন্দীদের ভোট প্রদানের ঘোষণা পর থেকে আটক, হাজতি ও কয়েদীদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করেন জেল কর্তৃপক্ষ। যার মধ্য ভোট প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন ৪১ বন্দী। এরমধ্যে ১৭ জন হাজতি এবং ২৪ জন কয়েদি রয়েছে।নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল বলেন, নির্বাচন কমিশনের ঘোষণার পর থেকে আমরা বন্দীদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করি। ৭৫২ জন বন্দীর মধ্য ৪১ জন বন্দি ভোট প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে বন্দিরা তাদের ভোট প্রদান করবেন।
