Joy Jugantor | online newspaper

বগুড়ায় টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ৩১ জানুয়ারি ২০২৬

বগুড়ায় টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

বগুড়ায় টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটে জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউট (টিটিআই) ক্যাম্পাস চত্ত্বরে গতকাল জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়।টিটিআই এর আয়োজনে ও অ্যাকসেলারেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) এর অর্থায়নে উক্ত জব ফেয়ারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীর জাহিদ হাসান ।তিনি তার বক্তব্যে বলেন কারিগরি শিক্ষা লাভ করে কাউকে বেকার বসে থাকতে হয় না, দেশে বিদেশে চাকুরীর যথেষ্ট সুযোগ রয়েছে।

কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশের জনসংখ্যাকে জন সম্পদেপরিণত করতে হবে। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তাদেরকে কর্মমূখী করতে নাপারলে দেশে দারিদ্রের হার কমবে না। তাই সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিয়েছে। কারিগরিশিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে নিজেরা উদ্যোক্তা হয়ে নিজের যোগ্যতা কাজে লাগাতে পারে।এই জব ফেয়ারের মাধ্যমে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।

টিএমএসএস টেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ জি.আর.এম মাসুদ রানা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, চীফ এক্সিকিউটিভ অফিসার বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বগুড়া মাসুদ রানা, টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়েশা বেগম প্রমুখ।

সার্বিক সহযোগিতা করেন টিএমএসএসএর পরিচালক (কার্যক্রম-৩) মোঃ ইকরামুল হক। উল্লেখ্য জব ফেয়ারে ২৫টি চাকুরীদাতা প্রতিষ্ঠানতাদের স্টল দিয়েছেন। সেখানে চাকুরী প্রত্যাশিরা সরাসরি সাক্ষাতকারের মাধ্যমে নিয়োগ প্রাপ্তহন। প্রায় শতাধিক চাকুরী প্রত্যাশি সাক্ষাতকার দিয়ে জব ফেয়ারে চাকুরী পেয়েছেন বলে টিটিআই কর্তৃপক্ষ জানান।