Joy Jugantor | online newspaper

ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

পরিচিতি সভা ও গণভোট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

ধামুরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ৩১ জানুয়ারি ২০২৬

পরিচিতি সভা ও গণভোট  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নওগাঁর ধামইরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিতি সভা ও গণভোট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ জানুয়ারী (৩১ জানুয়ারি) বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা অডিটোরিয়ামে সংগঠক রিফাতুল হাসান সৈকতের সভাপতিত্বে গণভোট বিষয়ে কর্মশালায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলার আহ্বায়ক মোঃ আরমান হোসেন,মুখপাত্র মেহেদি হাসান, যুগ্ন আহ্বায়ক মো.সাজিদ বিল্লাহ, যুগ্ম সদস্যসচিব মো. নাইম ইসলাম, নুর আলম, সিনিয়র সংগঠক রাফিউল বারী রাজন, সদস্য আলমগীর হোসেন, আবু হাসান, তরিকুল ইসলাম, জনপ্রিয় যুব নেতা জি বাংলার স্টার পারফরমার তানভীর সরকার প্রমুখ।

কর্মশালাশেষে জুলাই বিষয়ক কুইজপ্রতিযোগিতা, প্রতিকী গণভোট ও ধামইরহাট বাজার এলাকায় বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের সকল নেতৃবৃন্দ গণভোটের বিষয়ে লিফলেট বিতরণ করেন।গণভোট কর্মশালায় নেতারা শিক্ষার্থীদের অধিকার আদায়ে গণভোটের গুরুত্বসম্পর্কে আলোচনা করেন। তারা বলেন, গণভোটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদেরন্যায্য অধিকার আদায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ সময় তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও শিক্ষার্থীদের গণভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান।