আক্কেলপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ কর্মী মিন্নত
জয়পুরহাটের আক্কেলপুরে যুবলীগ কর্মী মিন্নত আলীর মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন তিনি।শনিবার (৩১ জানুয়ারী) বিকেল ৫ টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর নিজ গ্রামে নিয়ে আসেন পুলিশ। সে এই এলাকার মৃত মোবারক আলীর ছেলে। পড়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মাকে দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্নত ডেভিল হ্যান্ট ফেস-২ আওতায় একটি মামলায় আটক হয়ে ৪১ দিন থেকে কারাবন্দি আছেন। শনিবার সকাল সাড়ে ৬ টায় তাঁর মা মোমেনা বিবি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে মারা যায়। এরপর মিন্নতের স্ত্রী মরিয়ম বেগম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়ার কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে সাময়িকভাবে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।
প্যারোলে মুক্তি পাওয়ার পর শনিবার বিকেলে মিন্নত আলী পুলিশি পাহাড়ায় নিজ বাড়িতে পৌঁছান। সেখানে তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। পরে বাড়ির পাশে একটি খোলা স্থানে স্থানীয় মুসল্লি, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সাথে মায়ের জানাজায় অংশ নেন তিনি। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জানাজা ও দাফন কার্যক্রম শেষ হওয়ার পর নির্ধারিত সময় অনুযায়ী মিন্নত পুনরায় কারাগারে ফিরে যান। পুরো সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন।
স্থানীয় বাসিন্দা মুনছুর আলী বলেন, “মা হারানোর বেদনা সবার জন্যই কষ্টের। আইন অনুযায়ী প্যারোলে মুক্তি পেয়ে তিনি অন্তত শেষ বিদায়টা দিতে পেরেছেন, এটাই বড় বিষয়।”জেল সুপার উম্মে সামলা বলেন, কয়েদী মিন্নত আলীর স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে তিন ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। মায়ের জানাজা শেষ নির্ধারিত সময়ের মধ্য আবারো কারাগারে ফেরত আনা হয়েছে।
