Joy Jugantor | online newspaper

বকেয়া উৎসবভাতা পেতে এমপিও শিক্ষকদের বিল দাখিলের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:২০, ৩১ জানুয়ারি ২০২৬

বকেয়া উৎসবভাতা পেতে এমপিও শিক্ষকদের বিল দাখিলের নির্দেশ

বকেয়া উৎসবভাতা পেতে এমপিও শিক্ষকদের বিল দাখিলের নির্দেশ

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে যাদের তথ্যগত ভুলের কারণে উৎসবভাতা বকেয়া রয়েছে, তাদের বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।আজ শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে চালু হওয়ার পর তথ্যের ত্রুটির কারণে যেসব শিক্ষকের ঈদ কিংবা বাংলা নববর্ষের উৎসবভাতা আটকে রয়েছে, তাদের জন্য ইএফটি বিল সাবমিট অপশন পুনরায় চালু করা হয়েছে। নির্ধারিত প্রক্রিয়ায় দ্রুত বকেয়া উৎসবভাতার বিল দাখিল করতে বলা হয়েছে।এ ছাড়া ইএফটি চালুর পর তথ্যগত ভুলের কারণে যেসব শিক্ষকের এক বা একাধিক মাসের এমপিও বিল বকেয়া রয়েছে, তাদের মাসভিত্তিকভাবে বকেয়া বিল সাবমিট করার নির্দেশনাও দেওয়া হয়েছে।