রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে একটি দল নারীদের ঘরবন্দি করবে: ইশরাক
একটি দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারলে নারীদের স্বাধীনতা হরণ করবে বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর দয়াগঞ্জ এলাকায় জনসংযোগে গিয়ে তিনি এই অভিযোগ করেন।তিনি বলেন, ‘একটি দল রাষ্ট্র গঠনের সুযোগ পেলে নারীদের স্বাধীনতা হরণ করবে, ব্যক্তিস্বাধীনতা হরণ করবে, তাদের নানা ধরনের মত আমাদের ওপর চাপিয়ে দিবে।
তারা শান্তির কথা বলছে, আবার বিভিন্ন যায়গায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। বিএনপির নেতৃবৃন্দের ব্যপারে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে।’ ইশরাক আরও জানান, তারা রাষ্ট্র গঠনে সুযোগ পেলে নারীদের ঘরে বন্দী রেখে জনগণের স্বাধীনতা হরণ করবে।তিনি বলেন, ‘গ্যাস সংকট নিয়ে এরইমধ্যে কাজ করছি আমরা। সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না কারণ প্রার্থী অনেক। ১২ তারিখের পর আশা করি প্রার্থী থাকবো না, কথা দিচ্ছি নির্বাচনে জয়ী হলে নিজে গিয়ে এসব সমাধান করবো।’
