বগুড়ায় তারেক রহমানের হাতে `অগ্রযাত্রা` স্মরণিকা তুলে দিলো যুবদল
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকা 'অগ্রযাত্রা' তুলে দিয়েছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান।
শনিবার সকালে শহরের হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে জেলা যুবদলের পক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক আনুষ্ঠানিকভাবে বিএনপি চেয়ারম্যানকে তাদের স্মরণিকা হস্তান্তর করেন।
পাশাপাশি দীর্ঘ ১৯ বছর পর প্রিয় পিতৃভূমিতে আগমনের জন্যে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে সাংগঠনিক অভিভাবক হিসেবে তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জুবাইদা রহমানকে নেতৃবৃন্দরা সম্মাননা স্মারক প্রদান করেন। যুবদলের সকল ইউনিটের পক্ষ থেকে দেয়া এই সম্মাননা স্মারক হাসিমুখে গ্রহণ করে বিএনপি চেয়ারম্যান সকলকে শুভেচ্ছা জানান।বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে স্মরণিকা হস্তান্তরকালে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যাড. একেএম মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য যথাক্রমে ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ বিভিন্ন ইউনিটের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
এর আগে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় যুবদলসহ বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দলের প্রধান হিসেবে আগের মতো বগুড়ায় সময় দেওয়া বা অবস্থান করা সম্ভব হবে না। এ কারণে স্থানীয় নেতাদেরই ধানের শীষের ‘কাণ্ডারি’ হয়ে মাঠে সক্রিয় থাকতে হবে।এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।বগুড়াবাসীর প্রতি নিজের আবেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে কাজ করা হয়েছে।
বিরোধী দলে থাকাকালেও শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত নিজেদের সংগঠনের স্মরণিকা কিছুটা দেরিতে হলেও বিএনপির চেয়ারম্যানের হাতে তুলে দেয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।
শহীদ জিয়াউর রহমানের গর্বিত পুত্র ও তাদের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পিতৃভূমি এই বগুড়াতে তার সান্নিধ্য লাভ তাদের কাছে মহামূল্যবান। তারা বলেন, সারা বাংলাদেশের মাঝে বগুড়ায় যুবদল একটি মডেল সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সর্বশেষ প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের সকল কার্যক্রমের মাঝে উল্লেখযোগ্য বিষয়গুলো লিপিবদ্ধ করে আধুনিক ও সৃজনশীল একটি স্মরণিকা 'অগ্রযাত্রা' প্রকাশ করা হয়েছে।
যে বইটিতে সংযুক্ত করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সদ্যপ্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নানা গুরুত্বপূর্ণ স্মৃতি ও সাধারণ মানুষের সম্পৃক্ততায় সম্পন্ন হওয়া নানা মানবিক, সাংগঠনিক ও সামাজিক কাজের চিত্র। তাদের নেতা জনাব তারেক রহমান সৃজনশীল ও ইতিবাচক এমন কাজের মধ্য দিয়েই সামনের দিনগুলোতে পথ চলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন তাদের। পাশাপাশি আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে যুবদলসহ সকল নেতৃবৃন্দকে তার পক্ষ থেকে বগুড়ার প্রতিটি মানুষের ঘরে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেয়ার নির্দেশনা দিয়েছেন।
