Joy Jugantor | online newspaper

১২ গোলের বড় জয়ের পর মাঠ নিয়ে বিস্ফোরক বাটলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৪২, ৩১ জানুয়ারি ২০২৬

১২ গোলের বড় জয়ের পর মাঠ নিয়ে বিস্ফোরক বাটলার

১২ গোলের বড় জয়ের পর মাঠ নিয়ে বিস্ফোরক বাটলার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শনিবার (৩১ জানুয়ারি) নেপালের পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলার মেয়েরা। এমন বড় জয়ের পর মাঠের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।পোখারার এই মাঠের অনেক জায়গায় ঘাস নেই এবং অসমান। যা ফুটবল খেলার জন্য একেবারেই উপযুক্ত নয়। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছেন বাটলার। তিনি বলেন, ‘মাঠে সবুজ রং স্প্রে করা হয়েছে, যেন ঘাসের মতো দেখায়।

আমার মতে, এটা দুই দলের জন্য মোটেও ন্যায্য নয়। আমি কাউকে দোষারোপ করছি না। আমি শুধু বলছি, মাঠ যথেষ্ট ভালো নয়।’ এমন মাঠেও বড় জয় পাওয়ায় খুশি বাটলার। তিনি বলেন, ‘আমি যত বেশি সম্ভব খেলোয়াড় বদল করার চেষ্টা করেছি। খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যেন আমরা যথাসম্ভব কম আঘাত নিয়ে খেলাটা শেষ করি। আমি মনে করি, আমরা ভালো ফুটবল খেলেছি।

আসলে এমন মাঠে ভালো ফুটবল খেলা যায় না, কিন্তু আমরা পরিস্থিতির সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছি।’ফুটবলারদের প্রশংসা করে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘স্কোরলাইন স্পষ্টভাবে আমাদের আধিপত্যকে প্রতিফলিত করছে। খেলা ছিল একপাক্ষিক।’ আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সেই কঠিন লড়াইয়ের কথা মাথায় রেখে মেয়েদের পর্যাপ্ত বিশ্রামের ওপর জোর দিচ্ছেন কোচ।