Joy Jugantor | online newspaper

বগুড়া-৬ সদর আসনে জামায়াতের পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত

কোন দখলবাজ দলকে ভোট কেন্দ্র দখল করতে দেয়া হবে না - নজরুল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৬, ৩০ জানুয়ারি ২০২৬

কোন দখলবাজ দলকে ভোট কেন্দ্র দখল করতে দেয়া হবে না - নজরুল

শুক্রবার সকালে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম।

 এ্যাডভোকেট আল আমিন, সেলিম রেজা, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, অধ্যক্ষ ইকবাল হোসেন, মাওলানা হেদায়েতুল ইসলাম, ইঞ্জিনিয়ার বজলুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম বলেন, দেশকে আদর্শ ও কল্যাণ রাষ্ট্র গঠনে বাড়ী বাড়ী গিয়ে আরো বেশী দাঁড়িপাল্লায় ভোট চাইতে কাজ করছে নেতাকর্মীরা। আর পোলিং এজেন্টের কাজ হচ্ছে ভোটগুলো সঠিকভাবে হেফাজত করা। কেউ  যেন কেন্দ্র দখল করে জাল ভোট দিতে না পারে এ বিষয়ে সজাগ থাকতে হবে।  কোন দখলবাজ দলকে ভোট কেন্দ্র দখল করতে দেয়া হবেনা।

একটি দলের নেতা নেত্রীরা বলছে, নির্বাচনে আমাদের কেন্দ্রে যেতে দিবেনা। মহিলা কর্মীরা বাড়ী বাড়ী ভোট চাইতে গেলে হামলা করা হচ্ছে। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। জামায়াত কোন রক্তচক্ষু জামায়াতের নেতা কর্মীরা ভয় পায় না। হামলা জুলুম নির্যাতন চালিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবেনা।তিনি আরো বলেন, এই সকল পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গঠন করা। সন্ত্রাস দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ গড়তে দেশের জনগণ এবার জামায়াতে ইসলামীকে দাঁড়িপাল্লায় ভোট দিবে ইনশাআল্লাহ।