
সংগৃহীত ছবি
জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ। ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন তিনি। অভিনেত্রীর বিশেষ এই দিনে স্বামী রাকিবের কাছ থেকে বিশেষ আয়োজন আর উপহার পেয়ে বেশ খুশি হন তিনি। এ জন্য ধন্যবাদ জানিয়ে সবার সামনেই স্বামীর গালে চুম্বন করেন ‘অগ্নি’ খ্যাত নায়িকা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) মধ্যরাতে অভিনেত্রী স্ত্রীকে নিয়ে বাইরে বের হয় রাকিব। অভিনেত্রী জানতেন, তারা মাওয়া যাচ্ছেন। জন্মদিনের পার্টির কথা একদমই মনে ছিল না তার। কেননা, কখনো জন্মদিন সেভাবে উদযাপন করেন না তিনি। কিন্তু গাড়িতে ওঠার পর লক্ষ্য করেন তারা তিনশ ফিটের দিকে যাচ্ছেন। এরপর একটি রেস্তোরাঁয় গিয়ে থামে গাড়ি।
‘ভালোবাসার রঙ’ সিনেমার নায়িকা রেস্তোরাঁর ভেতরে যাওয়ার পর আশ্চর্য হয়ে যান। বিভিন্ন রঙের আলোকসজ্জা, ফানুস ও ফুলে সাজানো এবং হ্যাপি বার্থডে লেখা। আর এ আয়োজন দেখে আশ্চর্য না হয়ে থাকতে পারেননি মাহি।
অভিনেত্রী মাহি স্বামীর এই আয়োজনে মুগ্ধ হয়ে বলেন, আমি আজ অভিভূত। আমি জানতাম না এসব হবে। কেননা, আমি কখনো জন্মদিন উদযাপন করি না। এখানে এসে দেখি সব পছন্দের মানুষগুলো। অনেক খুশি আমি। এরপরই আবেগাপ্লুত হয়ে স্বামীর গালে চুম্বন করেন মাহিয়া মাহি।
প্রসঙ্গত, ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাহিয়া মাহির। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘কি দারুণ দেখতে’, ‘অগ্নি’, ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘ঢাকা অ্যাটাক’সহ বেশ কিছু সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।