Joy Jugantor | online newspaper

বঙ্গবন্ধুকে নিয়ে নচিকেতার গান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৬, ৫ এপ্রিল ২০২১

বঙ্গবন্ধুকে নিয়ে নচিকেতার গান

নচিকেতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। জীবন-বাস্তবমুখী গানের জন্য পেয়েছেন বিশ্বখ্যাতি। এবার তিনি গান বেঁধেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে।

‘তোমার জন্ম বাংলার বাজিমাৎ, মাতৃভাষার তরবারে দিলে শাণ, বঙ্গবন্ধু মুজিবুর রহমান’- এমন গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন নচিকেতা নিজেই।

গত ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে রবীন্দ্র সদনে ‘বাংলাদেশ ডেপুটি হাই কমিশন’ আয়োজিত অনুষ্ঠানে প্রকাশিত হয় বঙ্গবন্ধুকে নিয়ে এই গান।

এবার রইল সেই গানের মিউজিক ভিডিও।

১৯৯৩ সালে ‘এই বেশ ভালো আছি’ অ্যালবাম বের হওয়ার পরপরই নচিকেতার খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর গত বছর পর্যন্ত ১৮টি একক অ্যালবাম বেরিয়েছে। মিশ্র অ্যালবাম আছে ১১টির মতো। এ ছাড়া চলচ্চিত্রে প্লেব্যাক তো আছেই। ১৯৯৮ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হঠাৎ বৃষ্টি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। সেই চলচ্চিত্রে তাঁর গাওয়া ‘একদিন স্বপ্নের দিন’ শ্রোতাদের মুখে মুখে ফিরেছে। বাংলাদেশের চলচ্চিত্রের গানে একঝলক নতুন হাওয়াও এনে দিয়েছে। কণ্ঠ দিয়েছেন বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউডের ওমকারাসহ বেশ কিছু চলচ্চিত্রে। এবার গাইলেন বঙ্গবন্ধুনে নিয়ে গান।