Joy Jugantor | online newspaper

খুলনা বিভাগে আরও ৩০ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৫, ২৮ জুন ২০২১

খুলনা বিভাগে আরও ৩০ জনের মৃত্যু

ফাইল ছবি

খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৩০ জন মারা গেছেন। এ নিয়ে খুলনা বিভাগের ১০ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১ জনে। 

সোমবার (২৮ জুন) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় ছয় জন, বাগেরহাটে দু’জন, যশোরে একজন, নড়াইলে একজন, সাতক্ষীরায় একজন, কুষ্টিয়ায় সর্বোচ্চ নয় জন, ঝিনাইদহে চার জন, চুয়াডাঙ্গায় দু’জন এবং মেহেরপুরে চার জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।