Joy Jugantor | online newspaper

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ১৫ জুলাই ২০২৪

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা

সোমবার বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে বগুড়ায় বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা স্বেচ্ছাসেবক লীগ এ সভার আয়োজন করে। 

সংগঠনের জেলার সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়র মোঃ কোবাদ হোসেন, সদস্য মেহেদী হাসান রবিন। সভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফুল বারী বাবু, সহ-অধ্যাপক মনিরুজ্জামান মনির, গোলাম হোসেন, রুহুল আমিন বাবুল, আবু বক্কর সিদ্দিক স্বাধীন, মোহাম্মাদ আলী সিদ্দিক, হাজী আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, বনি ছদর খুররম, আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিয়াদ, নুরুন্নবী সরকার, আরিফুল হক বাপ্পি, সুলতান মন্ডল সজল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক মশিউর রহমান মামুন, শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিমুল বারী নাছিম, সাধারণ সম্পাদক লিটন শেখ, স্বেচ্ছাসেবক লীগ নেতা খালেকুন্নাহার পলি, রশ্মি স্বর্ণা, জাকিরুল ইসলাম লিছু, আয়নাল হক নয়ন, রফিকুল ইসলাম রাজুসহ জেলা, পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।