
শেরপুরে ছুরিকাঘাতের আহত রিক্সা চালকের পরিবারকে আর্থিক অনুদান
বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের পক্ষ থেকে রেজিস্ট্রি অফিস বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের আহত রিক্সা চালক আলাল উদ্দিনের পরিবারের কাছে আর্থিক অনুদান সোমবার দুপুরে উপজেলা কার্যালয়ে আহতের বাবা আব্দুল লতিফের হাতে তুলে দেওয়া হয়েছে।
আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ জামাল সিরাজি ও উপজেলা নির্বাহী অফিসার মো: সুমন জিহাদী।
উল্লেখ্য, বগুড়ার শেরপুর পৌর শহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় গত ১২ জুলাই শুক্রবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিক্সাওয়ালা আলাল শেখকে ছুরিকাঘাত করেছে আদনান হাবিব অনিক (২৬) নামের এক যুবক। এ ঘটনায় অনিককে আটক করে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা।
নিমিষেই এলাকা উত্তপ্ত হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী, অতিরিক্ত পুশিল সুপার (শেরপু-ধুনট) সার্কেল মো. সজিব শাহরিন ও অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আদনান হাবিব ওরফে অনিক কে আটক করে থানায় নিয়ে যায়।