Joy Jugantor | online newspaper

বগুড়ার শেরপুরে নিলা নার্সারীর জমি নিয়ে দ্বন্দে ব্যাপক উত্তেজনা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২১, ১৫ জুলাই ২০২৪

বগুড়ার শেরপুরে নিলা নার্সারীর জমি নিয়ে দ্বন্দে ব্যাপক উত্তেজনা

ছবি সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর এলাকায় নিলা নার্সারীর কিছু কিছু অংশের জমি নিয়ে দ্বন্দে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে দুই পক্ষের মধ্যে। এ ঘটনায় শেরপুর থানায় নিলা নার্সারীর মালিক জাহানারা বেগম একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের বিষয়টি সোমবার সকালে নিশ্চিত করেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম। এর আগে গত বুধবার সকাল ১০টায় নিলা নর্সারীতে গিয়ে পতিপক্ষ রুস্তম আলীসহ ১০/১২জন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

অভিযোগ সুত্রে জানা যায়, রুস্তম আলীর নিকট হতে নিলা নার্সারীর মালিক জাহানারা বেগম ২০০৫ সালে ৮ শতক জমি ক্রয় করার জন্য বায়না করে। সেখানে জমি মেপে ৭ শতক হওয়ায় জাহানারা বেগম ও নুর হোসেনের নামে ওই ৭ শতক ক্রয় করে দলিল করা হয়। এবং রুস্তমের বোনের নিকট হতে ২শতক জমি নিলা নার্সারী এয়াজ বদল করে নিলে ৯শতাংক হয়। ঢাকা-বগুড়া মহাসড়কটি প্রসস্থ করনের জন্য ১০.৭৬ শতাংশ অধিক গ্রহণ করে। এতে ৬ শতাংশ জমি অধিকগ্রহণের টাকা নিলা নার্সারীর মালিক জাহানারা বেগম তুলে নেন। বাঁকী ৩ শতাংশ জমি থাকে নিলা নার্সারীর। এর মধ্যে ২ শতাংশ জমি রুস্তম দাবী করে। থানায় অভিযোগের দেওয়ার রাতেই দুর্বৃত্তরা নিলা নার্সারীর মধ্যে গিয়ে বেশ কিছু চারাগাছ কর্তন ও উফরে ফেলার ঘটনাও ঘটে। 

এ বিষয়ে নীলা নার্সারীর মালিক জাহানারা বেগম বলেন, রুস্তম যে জমি দাবী করছেন সেই রাস্তার অধিকগ্রহনের মধ্যে গেছে। রাস্তার মধ্যে ১০.৭৬ গিয়েছে। দুই পক্ষ মিলে ৮ শতাংশের টাকা পেয়েছি বাঁকী ২ শতকের টাকা তারা দেবে না। তারপর যদি পতিপক্ষ দলিল মুলে পায় জমি দেওয়া হবে। 

এ বিষয়ে অভিযুক্ত রুস্তম জানান, আমার পরিবারের সাথে জাহানার কোন জমি এওয়াজ বদল হয়নি। তার কোন প্রমাণও নাই। আর রাস্তা অধিক গ্রহনের জন্য জমি বেশি নিয়ে টাকা কম দেওয়ার কোন সুযোগ নেই। তিনি জানান নিলা নার্সারী বলছে রাস্তার অধিকগ্রহনের জন্য ১০.৭৬ শতক জমি নিয়ে এটা মিথ্যে আসলে ৮.৫ শতাংশ জমি নিয়েছে তার প্রমাণও আছে।