Joy Jugantor | online newspaper

মান্দায় কফি হাউজের ৫ হাজার টাকা জরিমানা

নওগাঁ  প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৩

মান্দায় কফি হাউজের ৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন করায় এক কফি হাউজের পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার  দুপুরে উপজেলার কুশুম্বা বাজার এলাকায় অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ। 

রুবেল আহমেদ বলেন, নিয়মিত অভিযানে অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করায় সীমানা কফি হাউজের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছ। 

এ ছাড়া একই দিনে ফেরিঘাটে ফারুক হোটেলের পচা খাবার ধ্বংস করা হয়। নওগাঁ সদরে আলুর হিমাগার পরিদর্শন করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এসময় মান্দা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।