
প্রতীকী ছবি
নওগাঁর পত্নীতলায় মাঠে গরু চরাতে(ঘাস) গিয়ে বজ্রপাতে মহব্বত আলী নামে এক কিশোরসহ দুইটি গরু মারা গেছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মিরাপুর মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত কিশোর মহব্বত আলী কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের এছার আলীর ছেলে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, নিহত কিশোর মহব্বত আলী পাশের মিরাপুর গ্রামের মাঠে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যায়। এসময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
বজ্রপাতে আরো দুটি গরু মারা যায় বলে জানান ওসি শামসুল।
পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিবার আবেদন করলে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয় থেকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হবে।