Joy Jugantor | online newspaper

বগুড়ায় চোলাই মদসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ১০:৫১, ২৭ জুন ২০২২

আপডেট: ১০:৫৯, ২৭ জুন ২০২২

বগুড়ায় চোলাই মদসহ যুবক গ্রেফতার

গ্রেফতার হওয়া মোফাজ্জল।

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৭৫ লিটার চোলাই মদসহ মোফাজ্জল প্রামাণিক নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার সকাল ৯ টার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা মুঠোফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতার মোফাজ্জল প্রামাণিক (৩২) বগুড়ার কাহালু উপজেলার ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোকাব্বর প্রামাণিক।

এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানা যায় মোফাজ্জল চোলাই মদ নিয়ে সাতমাথা এলাকায় অবস্থান করছেন। এমন খবরে অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেফতার করা হয়। মোফাজ্জল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়ার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।