
ভ্রাম্যমাণ আদালত
ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ১১ দফা বিধিনিষেধের প্রথম দিন বগুড়ায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে শহরের সাতমাথাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
তবে দীর্ঘদিন পরে নতুন করে বিধিনিষেধ আশায় আইন প্রয়োগে শিথীলতা দেখানো হয়েছে। প্রথম দিনে মাস্ক ছাড়া চলাফেরা ব্যক্তিদের সতর্ক করে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেওয়ার পাশাপাশি সর্তক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, প্রথম দিন স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে আমরা সেদিকে গুরুত্ব দিয়েছি। এছাড়াও আজ কাউকে জরিমানা বা শাস্তি দেওয়া হয়নি। আগামীকাল থেকে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে।