
মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকায় এলজিইডি’র অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক জোহাদ আলীর বিরুদ্ধে জমি দখলে রেখে স্থানীয় বাসিন্দাদের হয়রানি করার অভিযোগে মানববন্ধন সমাবেশ করা হয়েছে।
বুধবার সদরের উপশহর বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আজাদুল হক উজ্জল, মাসুদুর রহমান মিলন, মাহমুদুল হাসান স্বপন, তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম শাহ্ ও আল আমিন আকাশ।
বক্তরা বলেন, নিশিন্দারা উত্তর পাড়া এলাকার বাসিন্দা জোহাদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন কায়দায় তাদের জমি দখল করে রেখেছেন। তিনি আশপাশের এলাকায় প্রায় ৪০ বিঘা জমির মালিকানা থাকায় কোথাও জমি কিনলে সীমানা প্রাচীর দিয়ে স্থানীয়দের চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি করেন।এলজিইডিতে হিসাবরক্ষক থাকা অবস্থায় জোহাদ আলী বিপুল সম্পদের মালিক হন। চাকরিরত অবস্থায় অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে মামলাও রয়েছে তার বিরুদ্ধে।
সমাবেশ থেকে ভূক্তভোগীরা তার আয় বহির্ভূত সম্পদের বিবরণ অনুসন্ধানের দাবিও জানানো হয়।