Joy Jugantor | online newspaper

নির্বাচনে হেরে রাস্তা কাটলেন ক্ষুব্ধ মেম্বার প্রার্থী

নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত: ১৩:৩৭, ৩০ নভেম্বর ২০২১

নির্বাচনে হেরে রাস্তা কাটলেন ক্ষুব্ধ মেম্বার প্রার্থী

নওগাঁর মান্দায় ইউপি নির্বাচনে পরাজিত হয়ে যাতায়াতের একটি রাস্তা রাতারাতি কেটে সরিয়ে ফেলেছেন প্রতিদ্বন্দ্বী এক সদস্য প্রার্থী। সোমবার রাত ৮ টার দিকে উপজেলার পরানপুর ইউপির সদলপুর পুকুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয়দের অভিযোগ, সদ্য সমাপ্ত নির্বাচনে সদলপুর গ্রামের আব্দুল কাদের ওই ওয়ার্ডে ‘তালা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আতাউর রহমানের কাছে ১১৩ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এতে সদলপুর পুকুরপাড় এলাকার লোকজনের প্রতি চরম ক্ষুব্ধ হন পরাজিত প্রার্থী আব্দুল কাদের।

গ্রামের বাসিন্দা একাব্বর মন্ডল জানান, ২০ বছর ধরে ওই রাস্তা ব্যবহার করে আসছেন পুকুরপাড় গ্রামের লোকজন। গ্রামের লোকজন দরিদ্র হওয়ায় শ্রমিকের কাজসহ চার্জারভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রাস্তাটি কেটে সরিয়ে ফেলায় চরম বেকায়দায় পড়েছেন তারা।

স্থানীয়রা জানান, ভোটের আগে কাদের মেম্বার আমাদের গ্রামে এসে ভোট চেয়েছিলেন। তাকেই ভোট দিয়েছি। অন্য এলাকার ভোট না পাওয়ায় তিনি পরাজিত হন। এর দায় আমাদের কাঁধে চাপিয়ে আব্দুল কাদেরের কর্মী-সমর্থকরা যাতায়াতের রাস্তাটি কেটে রাতারাতি সরিয়ে ফেলেন। 

অভিযুক্ত আব্দুল কাদের বলেন,ব্যক্তি মালিকানার সম্পত্তি দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। তাই সেটি কেটে সরিয়ে ফেলা হয়েছে। নির্বাচনে হেরে ক্ষুব্ধ হয়ে কাজটি করেছি এটি সঠিক নয়। 

সদ্য নির্বাচিত পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে।

মান্দার ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি অবহিত হয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।