Joy Jugantor | online newspaper

জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৩, ২৫ মে ২০২৩

জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা

পাঁচবিবিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা।

জয়পুরহাটের পাঁচবিবিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি এবং বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে পাঁচবিবি পৌরশহরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

অভিযানে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলামসহ র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, আজ সকালে পাঁচবিবি পৌরশহর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় স্মৃতি বেকারীকে ৫ হাজার টাকা, আনছারী বেকারীকে ৮ হাজার টাকা, রাখি বেকারীকে ৫ হাজার টাকা ও হিমালয় আইসক্রিমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা মিষ্টি, পাউরুটি ও বিস্কুট এসব খাদ্য সামগ্রী জব্দ করে পরে তা ধ্বংস করা হয়েছে।