
নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ধুনটে উপজেলা নির্বাহি কমকর্তা সঞ্জয় কুমার মহন্ত বগুড়া জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছে। সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের জন্য ২১ ক্যাটাগরীতে ২১ জনকে নির্বাচিত করা হয়। চলতি বছরে ২১ ক্যাটাগরীর মধ্যে ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এবার বগুড়া জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত চলতি বছরের জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ধুনট উপজেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাকছুদার রহমান, নুরুল ইসলাম, আকতারুজ্জামান, আরিফুর রহমান, বিপ্লব কুমার দেবনাথ ও অরুন কুমার দেবনাথ।
উল্লেখ্য, ২০২০ সালের ২২জুন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন সঞ্জয় কুমার মহন্ত। যোগদানের পর থেকে তিনি সরকারি বিভিন্ন নির্দেশনার পাশাপাশি ধুনট উপজেলার সার্বিক উন্নয়নে ব্যক্তিগত বিভিন্ন পরিকল্পনা গ্রহন এবং বাস্তবায়ন করে প্রশংসিত হোন। তিনি নওগাঁ জেলার সদর উপজেলার বাসিন্দা।