Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশিত: ০৯:০৮, ২০ জানুয়ারি ২০২২

আদমদীঘিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনা কবলিত ট্রাক।

বগুড়ার আদমদীঘি উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মিরাজুল ইসলাম (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার সান্তাহার ইউপির ছাতনী-ঢেকরা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজুল পাবনার বেড়া উপজেলার খাকছারা গ্রামের মতিবর রহমানের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রামীণ ব্যাংকের রানীনগর জোনের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন মিরাজুল ইসলাম। বৃহস্পতিবার সকালে তিনি এক সহকর্মীকে মোটরসাইকেলে নিয়ে নওগাঁয় মিটিংয়ের উদ্দেশ্য যাচ্ছিলেন। তারা উপজেলার সান্তাহার ইউপির ছাতনী ঢেকড়া মোড় নামক স্থানে পৌঁছালে সামনে থেকে আসা একটি পাথর বোঝায় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মিরাজুলের একটি হাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা সহকর্মীও আহত হন। স্থানীয়রা মিরাজুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তাছাড়া মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। সেই সাথে নিহতের বিচ্ছিন্ন হওয়া হাতটি উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।