Joy Jugantor | online newspaper

আরো ১১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৫:২২, ২৫ নভেম্বর ২০২১

আরো ১১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

ফাইল ফটো।

ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১৮ রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৬ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৩২ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছে ৪৮০ জন। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

অধিদফতর আরো জানায়, চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ৩ হাজার ২০৪ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে চলতি মাসে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।