
ফাইল ছবি
বগুড়ায় গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২৪৬টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ জন। এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ জন।
সোমবার দুপুর পৌনে ১ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত নতুন মৃত্যু নিয়ে জেলায় মোট করোনার মৃত্যুসংখ্যা দাঁড়াল ৭৭৯ জনে। করোনায় মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৭৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে এই মৃত্যুর তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬ ও এন্টিজেন পরীক্ষায় আরো ৬ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আর টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২ জন করোনা শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ৯ দশমিক ৭৫ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বর্তমানে করোনা আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৫ জন। তাদের মধ্যে শজিমেক হাসপাতালে ৫০ , মোহাম্মদ আলী হাসপাতালে ৫০, টিএমএসএস হাসপাতালে ১৩ ও উপজেলা হাসপাতালে দুইজন চিকিৎসাধীন রয়েছেন।