Joy Jugantor | online newspaper

বগুড়ায় ভূমি অফিস সরিয়ে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২০:৩৯, ১৪ জুলাই ২০২৫

বগুড়ায় ভূমি অফিস সরিয়ে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার গাবতলী উপজেলার ৫নং নেপালতলী ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত ভূমি অফিসের নতুন ভবনটি কদমতলীতে নেওয়ার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপিপ্রদান করা হয়েছে।আজ সোমবার (১৪ জুলাই) দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়চত্বরে নেপালতলী ইউনিয়নবাসী এ মানববন্ধন করে।

এতে বক্তব্য রাখেন নেপালতলী ইউনিয়ন ভূমি অফিস বাস্তবায়ন ও স্থাপন আহ্বায়ক কমিটির পক্ষে আহ্বায়ক জাহিদুল ইসলাম, গাবতলী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদুল ইসলাম সোহেল, শ্রমিক দলের সভাপতি আলম আকন্দ, মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক, নেপালতলী ইউপি সদস্য মুঞ্জু মিয়া, বাদশা মিয়া,আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, সদস্যা সাহিদা খাতুন, শাপলাখাতুন, নেপালতলী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ,বিএনপি নেতা আরিফুল ইসলাম আরিফ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দিলবর হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন আকন্দ, বিএনপি নেতা আরাফাত হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল দন্ডল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, আব্দুল হান্নান, সাবেক সভাপতি আইয়ুব হোসেন, বিএনপি নেতা জিনিউল হাসান বাবু, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাইদুর রহমান মুঞ্জু, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তুষার ইসলাম, সদস্য সচিব বুলবুল আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নেপালতলী থেকে কদমতলীতে ভূমি অফিস স্থানান্তর করলে ১১টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়বে। সারাদেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মান (২য় পর্ব) প্রকল্প এর আওতায় বগুড়া জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে ভূমি অফিস ভবন নির্মানের জন্য জায়গা নির্ধারণ ও মাটি পরীক্ষা সম্পূর্ণ করা হয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল সুকৌশলে নেপালতলী ইউনিয়ন ভূমি অফিস নির্মানের কাজ সেখান থেকে সরিয়ে বিকল্প জায়গা কদমতলীতে করার চেষ্টা করছে। যা কোনভাবে কাম্য নয়। নেপালতলী ইউনিয়নবাসীর দাবি যেন কোনভাবেই ভূমি অফিস অন্য জায়গায় সরিয়ে নেয়া না হয়। তারা নেপালতলী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন সরকারি জায়গায় ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মানের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজা এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।