Joy Jugantor | online newspaper

বগুড়ার সোনাতলায় নকল বিড়ি,সিগারেট ও গুল তৈরীর

কারখানায় সেনা পুলিশের যৌথ অভিযান আটক ৪

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৩, ১৪ জুলাই ২০২৫

কারখানায় সেনা পুলিশের যৌথ অভিযান আটক ৪

বগুড়ার সোনাতলায় নকল বিড়ি,সিগারেট ও গুল তৈরীর কারখানায় সেনা পুলিশের যৌথ অভিযান আটক ৪

বগুড়ার সোনাতলা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নকল বিড়ি ও গুল তৈরির একটি গোপন কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট, ব্যান্ডরোল এবং যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।শনিবার (১২ জুলাই) দিবাগত গভীর রাতে সোনাতলার বালুয়াহাট ইউনিয়নের উত্তর আটকড়িয়া গ্রামের আব্দুল মোমিন ও মাহমুদের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন সারিয়াকান্দি সেনাক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত এবং সোনাতলা থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম। অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশের একটি সঙ্গীয় ফোর্সও অংশ নেয়।

অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করে চারজনকে। তারা হলেন—রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কামদেব গ্রামের মৃত লাল মিয়ার ছেলে তুষার মিয়া, হারাগাছ উপজেলার জাগরণপাড়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে নাঈম ইসলাম, কাউনিয়া উপজেলার মিনাজ বাজার এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে রতন মিয়া এবং একই গ্রামের মৃত কমর উদ্দিন বেপারীর ছেলে মিজানুর রহমান। এদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অনুসন্ধানে আব্দুল মোমিন ও মাহমুদের বসতবাড়ি থেকে নকল ডার্বি সিগারেট ১৮৫০ প্যাকেট, স্টার সিগারেট ১০ প্যাকেট এবং প্যাকেটজাত করার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় মোমিন ও মাহমুদ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানে উপস্থিত ছিলেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বগুড়াস্থ কমার্শিয়াল কমপ্লায়েন্স অফিসার অসিত কুমার ঘোষ। তিনি যৌথ বাহিনীর সহযোগিতায় সোনাতলা থানায় এসে এজাহার দাখিল করেন। সোনাতলা থানায় দায়ের করা মামলায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন সোনাতলা থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম।এই অভিযানে বিপুল পরিমাণ নকল তামাকজাত পণ্যের সন্ধান মেলায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ যৌথ বাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র।