Joy Jugantor | online newspaper

ফর্মে ফেরা লিটনকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ১৪:১৩, ১৪ জুলাই ২০২৫

ফর্মে ফেরা লিটনকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ফর্মে ফেরা লিটনকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সম্প্রতি ব্যাট হাতে ধুঁকছেন বাংলাদেশের ব্যাটাররা। অবশেষে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয়ে এসেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন টাইগার অধিনায়ক। 

লিটনের ব্যাটের সঙ্গে শামীম পাটোয়ারীর ৪৮ রানের ইনিংসে ভর করে ১৭৭ রানের পুঁজি পায় বাংলাদেশ। পরে টাইগার বোলারদের তোপে মাত্র ৯৪ রানে অলআউট হয় লঙ্কানরা। ৮৩ রানের জয়ে সিরিজে সমতা আনে বাংলাদেশ। লিটনের রানের ফেরার পাশাপাশি দল জয় পাওয়ায় বেশ খুশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

দেশের একটি সংবাদমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, 'কথায় আছে না ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্লামেন্ট। লিটনের প্রতি আমাদের বিশ্বাসটা রাখা উচিত। তবে আমি কাউকে একক কৃতিত্ব দিতে চাই না। এই জয়ের পেছনে দলীয় পারফরম্যান্সের ভূমিকা বেশি। শামীম-লিটন সবাই ভালো খেলেছে। বোলিংয়ের সময় দেখেন সবাই ভালো করেছে। এখান থেকে পেছনে না তাকিয়ে যত কম ভুল করা যায় আর কি সামনে এগোতে হবে।'

সমতা আনার পর এবার লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন দেখছেন বুলবুল। তিনি বলেন, 'অবশ্যই' সিরিজ জেতা সম্ভব। দেখেন এই সিরিজের আগে একটা জেতা টেস্ট ম্যাচ আমরা ড্র করেছি। তারপর একটা টেস্ট হারলাম, তারপর সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটা আমাদের জেতা ছিল। কিন্তু আমরা ব্যাটিং কলাপ্সের কারণে হেরে গেলাম। দ্বিতীয়টা আমরা জিতলাম, এরপরে আবার হারলাম। টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচটাও হারলাম, গতকালকে জিতলাম। আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় উন্নতি করলে আরও ভালো করবে।'