ক্লাব বিশ্বকাপ ফাইনাল আজ প্যারিস না লন্ডন,
৩২ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা নামছে আজ রাতে। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও চেলসি। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় রাত ১টায় (স্থানীয় সময় দুপুর ২টা)। ৮২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। ফাইনাল ঘিরে সমর্থকদের আগ্রহও আকাশছোঁয়া।
চেলসি ২০২১ সালে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল। সেবার ফাইনালে ব্রাজিলের পালমেইরাসকে হারিয়ে শিরোপা গিয়েছিল লন্ডনে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবার তাদের প্রতিপক্ষ বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। তাই শিরোপা জয়ের পথে চেলসিকে নামতে হবে কঠিন পরীক্ষার মাঠে।
চেলসি কোচ এনজো মারেস্কা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে পিএসজিকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, 'আমি বেশির ভাগ মানুষের সঙ্গে একমত-পিএসজি ইউরোপের এবং বিশ্বের সেরা ক্লাব। কারণ তারা তা প্রমাণ করেছে। চ্যাম্পিয়নস লিগ জিতেছে, ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত খেলছে। তাদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে।' তবে সম্মান দেখালেও মাঠে কোনো ছাড় দিতে নারাজ চেলসি বস। তিনি আরও বলেন, 'আমি তাদের খেলা উপভোগ করি, কিন্তু একইসঙ্গে আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।'
লন্ডনে শিরোপা ফেরাতে চাইলে আজ বড় পরীক্ষা দিতে হবে চেলসির রক্ষণভাগ ও গোলরক্ষক রবার্ট সানচেজকে। কারণ, লুইস এনরিকের অধীনে দুর্দান্ত গতি ও আক্রমণাত্মক ফুটবল খেলছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলান ও সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই আক্রমণাত্মক কৌশলেই জয় নিশ্চিত করেছে ফরাসি ক্লাবটি। আজও হুমকি হয়ে দাঁড়াতে পারেন ডেম্বেলে, কভারাতসখেলিয়া ও রাইট-ব্যাক থেকে উঠে আসা হাকিমি।
এনরিকের অধীনে চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপিয়ান ট্রেবল জিতেছে পিএসজি। তবে এখনো মৌসুমটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা বলতে নারাজ পিএসজি কোচ। তিনি বলেন, 'শুধু ক্লাব বিশ্বকাপ জিততে পারলেই আমি বলবো, এটা আমার সেরা মৌসুম।'এছাড়া 'তারকা' নির্ভর দল গড়ায় বিশ্বাসী নন এনরিক। তার ভাষায়, 'একটি দল মানে ১১ জন তারকা। তবে আমরা আলাদা তারকা চাই না। চাই এমন ১১-১৫ জন খেলোয়াড়, যারা নিজেদের ক্লাবের ভক্তদের মতোই ভালোবাসবে। যারা পুরো পার্ক দে প্রিন্সেসকে ভালোবাসে। আমাদের লক্ষ্য, সব খেলোয়াড়ের মাঝে একই মানসিকতা গড়ে তোলা।'
শিরোপার দৌড়ে ফেভারিট হলেও সতর্ক অবস্থানে থাকতে চান পিএসজি কোচ। তিনি বলেন, 'চেলসি কনফারেন্স লিগ জিতেছে এবং প্রিমিয়ার লিগে চতুর্থ হয়েছে। তাদের দলে অনেক প্রতিভাবান ফুটবলার আছে এবং তাদের কোচও চমৎকার, যাকে আমি সম্মান করি। এটি কোনো সহজ ম্যাচ নয়। আমরা শতভাগ মনোযোগ দিয়ে ঐতিহাসিক মৌসুমের সফল পরিসমাপ্তি টানার চেষ্টা করবো।'