Joy Jugantor | online newspaper

কোহলির অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছিলেন আনুশকা!

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১১:২৪, ১৫ মার্চ ২০২৩

কোহলির অসুস্থতা নিয়ে গুজব ছড়িয়েছিলেন আনুশকা!

কোহলি আনুশকা

স্বামী বিরাট কোহলির অসুস্থতার যে খবর দিয়েছিলেন আনুশকা শর্মা, সেটি তাহলে সত্য নয়? আনুশকা স্বামীর অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়েছিলেন? ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও স্পিন অল-রাউন্ডার অক্ষর প্যাটেলের কথায় তো সেটিই প্রমাণিত। আনুশকা দাবি করেন অসুস্থতা নিয়েই আহমেদাবাদে সেঞ্চুরি করেছেন কোহলি। কিন্তু রোহিত শর্মা ও অক্ষর প্যাটেল বলেছেন, কোহলি অসুস্থ ছিলেন না। 

দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর আহমেদাবাদ টেস্টে সেঞ্চুরি করেছেন কোহলি। খেলেছেন ১৮৬ রানের ইনিংস, যে ইনিংসটি তাকে পাইয়ে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। কোহলি সেঞ্চুরি করে মাঠ ছাড়ার পরপরই তার স্ত্রী আনুশকা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা পোস্ট দেন। স্বামী কোহলির প্রশংসা করে তিনি লেখেন, ‘অসুস্থতা নিয়েও এমন সাহসী মনোভাবে ব্যাটিং। ওকে দেখে আমি সব সময়ই উদ্বুদ্ধ হই।’ আনুশকার এই স্ট্যাটাসের পরই শুরু হয় নানা জল্পনা। কোহলির কী হয়েছে, সেটা জানতে দর্শকরা নেটমাধ্যমে হুমড়ি খেয়ে পড়ে।