Joy Jugantor | online newspaper

আইসিসি থেকে সুবিচার পায়নি বাংলাদেশ: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৪, ২২ জানুয়ারি ২০২৬

আইসিসি থেকে সুবিচার পায়নি বাংলাদেশ: আসিফ নজরুল

আইসিসি থেকে সুবিচার পায়নি বাংলাদেশ: আসিফ নজরুল

নিরাপত্তা শঙ্কায় নিজেদের বিশ্বকাপ ভেন্যু ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  তবে আইসিসি সাফ জানিয়ে দেয়, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে। সিদ্ধান্ত নিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়া আইসিসি সুবিচার করেনি বলেও উল্লেখ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, 'আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমরা আশা করবো, আইসিসি আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে।'নিরাপত্তা কোনো কল্পনার বিষয় নয় জানিয়ে তিনি আরও বলেন, 'আমাদের দেশের একজন সেরা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। সেখানে ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে- এ প্রশ্ন থেকেই যায়।'এ দিকে আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবেন জানিয়ে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুল বলেন, 'আমরা আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করবো। আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই।'