Joy Jugantor | online newspaper

জানি না কোন দেশে যাবো, কাদের বিপক্ষে খেলবো—বিশ্বকাপ নিয়ে লিটন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৫, ২০ জানুয়ারি ২০২৬

জানি না কোন দেশে যাবো, কাদের বিপক্ষে খেলবো—বিশ্বকাপ নিয়ে লিটন

জানি না কোন দেশে যাবো, কাদের বিপক্ষে খেলবো—বিশ্বকাপ নিয়ে লিটন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা, তা নিয়ে চলছে নাটকীয়তা। এমনকি এই প্রশ্নের উত্তর জানেন না টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতে। তবে নিরাপত্তা শঙ্কায় দেশটিতে খেলতে যেতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা নিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি। তবে বিষয়টি এখনও সমাধান হয়নি।মঙ্গলবার (২০ জানুয়ারি) বিপিএলের এলিমিনিটরে সিলেট টাইটান্সের কাছে হেরে বিদায় নিয়েছে রংপুর।

হারের পর সংবাদ সম্মেলনে আসেন রংপুরের অধিনায়ক লিটন। বিশ্বকাপে বাংলাদেশের খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আপনি জানতেন যে আপনার গ্রুপে কে থাকবে, আপনি কোন দেশে যাচ্ছেন, এটা সাহায্য করত। এখন যে জিনিসটা হাতেই নেই আমার বা আমাদের।’তিনি আরও বলেন, ‘আপনারা তো এর মধ্যেই দল জানেন যে কোন ১৫ জন যাবে। সেই ১৫ জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাবো বা কাদের বিপক্ষে খেলবো। আমার জায়গা থেকে আমি যেমন অনিশ্চয়তায় আছি, সবাই অনিশ্চয়তায়। আমার মনে হয়, এই মুহূর্তে পুরো বাংলাদেশই অনিশ্চিত।’বিশ্বকাপ খেলা নিয়ে বিসিবি থেকে কোনো যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নে লিটনের সোজা উত্তর, ‘না’। আলোচনা করা উচিত ছিল কিনা প্রশ্নে টাইগার অধিনায়ক বলেন, ‘আমি জানি না, আমার সঙ্গে কথা হয়নি।’