বগুড়া সাবগ্রামে বিএনপির নিবাচর্নী প্রচারনার ব্যানার ,লিফলেট বিতরন ও গনসংযোগ
বগুড়া সাবগ্রাম ইউনিয়নে সদন থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবগ্রাম ইউনিয়নের বিএপির সভাপতি আবু সালেহ নয়নের নেতৃত্বে নিবাচনী প্রচারনার অংশ হিসাবে ব্যানার , লিফলেট বিতরন ও গনসংযোগ অনুষ্টিত হয়। আজ শুক্রবার (৩০ জানুয়ারী) বিকাল ৫ টায় সাবগ্রামের বাজারে নিবাচনী প্রচারনার অংশ হিসাবে জনাব তারেক রহমানের ছবি ও ধানের শীষ প্রতীক সম্বলিত ব্যানার মহাসড়কের পার্শ্বে ও সাবগ্রামের ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বিভিন্ন এলাকায় ব্যানার , লিফলেট ও গনসংযোগ কর্মসুচী পালন করা হয়।
কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন, সাবগ্রাম ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক সাইদুল কবির সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী , সদর উপজেলার বিএনপির সহ -সম্পাদক আতাউর রহমান সরকার, প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, সাবগ্রাম ই্উনিয়নের ৬ নং ওয়ার্ডের সভাপতি এরফান আলী, মৎস্য দলের সাংগঠনিক সম্পাদক মুকুল সহ আরো অনেক নেতৃবৃন্দ। কর্মসূচী চলাকালে সাবগ্রাম ইউনিয়নে সদনথানার বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবগ্রাম ইউনিয়নের বিএপির সভাপতি আবু সালেহ নয়ন বলেন, ১২ ফ্রেরুয়ারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনাব তারেক রহমান আমাদের আসনের এমপি প্রার্থী হয়েছেন। তাঁর নিবাচর্নী এলাকার প্রচারনার অংশ হিসাবে আমরা এই কর্মসূচী পালন করছি। তিনি আরো বলেন জনাব তারেক রহমান আমাদের আসন থেকে রেকর্ড পরিমান ভোট নিবার্চিত হয়ে আগামীতে বগুড়াসহ দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে ।
