Joy Jugantor | online newspaper

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর ৮০তম জন্মবার্ষিকী

উপলক্ষে দুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর বিএনপির দোয়া মাহফিল

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ১০:১৩, ১৬ আগস্ট ২০২৫

উপলক্ষে দুপচাঁচিয়ায় উপজেলা ও পৌর  বিএনপির দোয়া মাহফিল

আপোষহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াএর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগীসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত ১৫ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, উপজেলা বিএনপির সহসভাপতি একে এম মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম,সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত, জান্নাতুল ফেরদৌস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল হকতালুকদার কাজল, ইউনুছ আলীমহলদার মানিক, বিএনপি নেতা হেলাল উদ্দিন, সাইফুর রহমান মিলু,মহসীন আলী।

 মনোয়ার হোসেন, শামছুল হুদা, যুবদল নেতা আশরাফুল আলম, আব্দুস সবুর খন্দকার রাকিব, নাইম কবিরাজ, রাকিবুল হাসান সানি, মোবাইদুন নবী তিতাস, রিয়াদ সরদার, রাবুখান, ইদ্রিস আলী, বেলাল হোসেন, জুয়েল হোসেন, ওবায়দুল হক, সবুজ, আনোয়ার হোসেন,শাকিল, বুলবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, সাধারণ সম্পাদক ফজলে রাবিব, পৌরছাত্রদলের সভাপতি নাঈম সরদার, সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম বর্ষন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক।

 সদস্য সচিব আব্দুল মান্নান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মাদ তালুকদার রুবেল, শ্রমিকদল নেতা আব্দুল মতিন, মুক্তারহোসেন, ওয়াসিম মহলদার, হুমায়ুন কবির সোহেল, হানুরুর রশিদ মুকুট, কৃষকদল নেতা কাওছারআলী শেখ, মহিলাদল নেত্রী আসফিয়া হায়াত সিলভা প্রমুখ। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের খতিব মাওঃ জোবায়ের হোসেন।