Joy Jugantor | online newspaper

বগুড়ায় আওয়ামী লীগ নেতা ‘কুত্তা শাকিল’ গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৪, ১৪ আগস্ট ২০২৫

বগুড়ায় আওয়ামী লীগ নেতা ‘কুত্তা শাকিল’ গ্রেফতার

বগুড়ায় আওয়ামী লীগ নেতা ‘কুত্তা শাকিল’ গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে একাধিক মামলার এজাহারভুক্ত আসামী আওয়ামী লীগ নেতা শাকিল মাহমুদ ওরফে কুত্তা শাকিল (৪২)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা মৎস্যজীবী লীগের সভাপতি। সাধারণ মানুষের সঙ্গে অন্যায় ও অত্যাচারের কারণে স্থানীয়ভাবে তিনি ‘কুত্তা শাকিল’ নামে পরিচিত।বুধবার (১৩ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে সদর থানার মফিজ পাগলার মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মাদক, সরকারি কাজে বাধা দেওয়া, ভাঙচুর ও চুরিসহ মোট ১০টি মামলা রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে শাকিল মাহমুদ সাধারণ মানুষের জমি জবরদখল, জাল দলিল তৈরি, চাঁদাবাজি ও নানা অপকর্মে জড়িত ছিলেন। দীর্ঘদিন তিনি এসব মামলার কারণে পলাতক ছিলেন।

শাজাহানপুরের ভুক্তভোগী আব্দুর রউফ জানান, “কুত্তা শাকিল ছিল ভূমি দস্যু, আওয়ামী লীগের ক্যাডার। শাজাহানপুরে থানার স্বেচ্ছাসেবক লীগের নুরুজ্জামানের সহযোগী হয়ে সাধারণ মানুষের উপর জুলুম-নির্যাতন চালাতো। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।